নড়াইলে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
নড়াইল জেলার দুইটি পৌরসভা নড়াইল ও কালিয়ায় মেয়র পদে ১৫, সাধারণ কাউন্সিলর ৭০ ও সংরক্ষিত ২০ কাউন্সিলরের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার রিটানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
নড়াইল পৌরসভায় মেয়র পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন বিশ্বাস (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী জুলফিকার আলী (ধানের শীষ)। এছাড়া স্বতন্ত্রপ্রার্থী অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস (খেজুর গাছ), জেলা বাস ও মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম ( জগ), জাসদের সৈয়দ আরিফুল ইসলাম পান্ত (মশাল), জাতীয় পার্টির (এরশাদ) অ্যাড. ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টির পারভেজ আলম বাচ্চু (হাতুড়ি), এনপিপি আনোয়ার হোসেন খান ( আম )।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীর মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়।
কালিয়া পৌরসভায় মেয়র পদে ৭ জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা (নৌকা), বিএনপি সমর্থিত প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান মিলুসহ (ধানের শীষ) ৭ মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থী এবং ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীর মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
হাফিজুল নিলু/এসএস/পিআর