সাংবাদিক ফারুকের মৃত্যুতে বিএফইউজের শোক


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

রোববার বিএফইউজের নবনির্বাচিত সভাপতি আলতাফ মাহমুদ ও মহাসচিব ওমর ফারুক এবং বিদায়ী সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া এক যৌথ বিবৃতিতে এ শোক জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘আবদুল্লাহ আল ফারুক একজন মেধাবী সাংবাদিক ছিলেন। তার অকাল মৃত্যুতে সমকালীন সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী ওই ট্রাকচালককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জন্য পুলিশের অভিযান পরিচালনার দাবি জানান সাংবাদিকদের সর্বোচ্চ সংস্থার নেতারা।

দৈনিক কালের কণ্ঠের সাবেক ডেপুটি এডিটর ও চিফ রিপোর্টার ফারুককে গতরাতে কাকরাইল ক্রসিংয়ের কাছে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং নগরীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

ফারুক (৫০) স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে এবং বহু সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক নেতারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।