পাক আর্মির তত্ত্বাবধানে জয়ের জন্ম : ফখরুল


প্রকাশিত: ০৮:০৬ এএম, ১৫ নভেম্বর ২০১৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করায় সজীব ওয়াজেদ জয়কে ‘অর্বাচীন বালক’ বললেন।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শনিবার দুপুরে ৭ নভেম্বর উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী আয়োজিত ‘শহীদ জিয়া ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘একটি শিশু বলে কিনা স্বৈরাচার, বিএনপির জন্ম স্বৈরাচারে। নতুন প্রজন্মের নতুন নেতা জয় সাহের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক আর্মির তত্ত্বাবধানে যার জন্ম; যিনি ভারত ও যুক্তরাষ্ট্রে বেশিরভাগ সময় কাটিয়েছেন- তিনি বলেন কিনা জিয়াউর রহমানের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে মুছে দিতে হবে। তাদের নেতাদের মতোই বলতে চাই- অর্বাচীন বালকের মত কথা বলা বন্ধ করুন। জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করলে ইতিহাস অস্বীকার করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।