বাণী-বচন : ১৩ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

নৈতিকতা
নৈতিকতা বিবর্জিত মানুষের চরিত্র বলতে কিছুই থাকে না।- কবীর চৌধুরী

পৃথিবীতে ধর্ম অনেকগুলো, কিন্তু নৈতিকতা একটিই। -রাসকিন

নৈতিকতা হল একটা ব্যক্তিগত দুর্মূল্য ধরনের বাবুগিরি। -হেনরি আদমস

নৈতিকতা মানুষের জন্য সৃষ্টি, মানুষ নৈতিকতার জন্য সৃষ্ট নয়। -জাঙ্কউইল

নৈতিকতা বর্জিত একজন মুক্ত মানুষের চেয়ে নৈতিকতাসম্পন্ন একজন ক্রীতদাসও অনেক শ্রেষ্ঠ।–সিনেকা


বচন
ভাদ্র আশ্বিনে বহে ঈশান
কাঁধে কোদাল নাচে কৃষাণ।

অর্থ : ভাদ্র ও আশ্বিন মাসে ঈশান কোণ থেকে বাতাস বইলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এতে কৃষক কোদাল কাঁধে জমিতে কাজ করতে উদ্যোগী হয়- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।