প্রপার্টি লিফটস এর ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫
প্রীতি সম্মেলনে বক্তব্য প্রদান করছেন প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী।

দেশের শীর্ষস্থানীয় লিফট বাজারজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিফট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএলআইএল) সম্প্রতি ঢাকায় এক ব্যবসায়িক সম্মেলন করেছে। চীনের অন্যতম লিফট উৎপাদনকারী প্রতিষ্ঠান সিচার এলিভেটর কোম্পানি লিমিটেড (এসআরএইচ) এর সাথে ব্যবসায়িক সম্পর্কের একবছর পূর্তি উপলক্ষে এ প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।    

বিএলআইএল-এর পরিচালক বাবুল ইসলাম জানান, লিফট, এস্কেলেটর প্রভৃতি এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুসঙ্গ। বিএলআইএল-এর একটি ব্র্যান্ড হিসেবে প্রপার্টি লিফট্স ক্রেতাদের উন্নতমানের পণ্য ও সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতে ক্রেতাদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আরো উন্নতমানের পণ্য বাজারজাত করা এবং প্রয়োজনীয় সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী ও এসআরএইচ এর ব্যবস্থাপনা পরিচালক লি-ডংলিসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।      

উল্লেখ্য প্রপার্টি লিফটস ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে লিফট বাজারজাত করছে।  

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।