সুষ্ঠু নির্বাচন করতে না পারলে সরে দাঁড়ান


প্রকাশিত: ০৮:১৫ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকারের চাপে পৌর নির্বাচন সুষ্ঠু করতে না পারলে দয়া করে সরে দাঁড়ান। জনগণের কাছে আরেকবার ঘৃণিত হবেন না। বিগত দিনের সিটি নির্বাচনের পুনরাবৃত্তি হলে পরিণাম শুভ হবে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ‘আজকের গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন পৌর নির্বাচনের মাধ্যমে জনগণকে ধোঁকা দিচ্ছে উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, দুই সিটি (ঢাকা উত্তর ও দক্ষিণ) নির্বাচনের মত সরকারের আত্মতুষ্টির জন্য আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন যা যা করার তাই করবে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যতই উন্নয়নের ধোঁয়া তুলুন তা দিয়ে আপনার শেষ রক্ষা হবে না। অতীতেও স্বৈরাচারীরা উন্নয়নের ধোঁয়া দিয়ে টিকে থাকতে পারেনি। বরং ঘৃণা বৃদ্ধি পেয়েছে। তাই আপনিও টিকতে পারবেন না।

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবেদীন ফারুক, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।

এএস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।