২০১৯ সালে খেলা হবে : নাসিম
নির্বাচনের খেলা ২০১৯ সালে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আ`লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের ট্রেন মিস করেছেন খালেদা জিয়া। মাঠে খেলা হয়েছিল, আপনি খেলতে পারেননি। এটা আপনার ব্যর্থতা। খেলা ইনশাল্লাহ আবারো ২০১৯ সালে হবে। তাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং দেশের মানুষকে অশান্তির মধ্যে না রেখে এখন থেকেই প্রস্তুতি নেন।
মোহাম্মদ নাসিম আরও বলেন, খালেদা জিয়া নির্বাচনের আগে আ`লীগকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন দেশে ও আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য হবে না, কিন্তু সে প্রলাপ এখন মিথ্যে প্রমানিত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন পরবর্তী সময়ে আ`লীগের বিন্যামূল্যে বই-বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রদান, গ্রামে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিশু ও প্রসূতি মৃত্যু হ্রাস এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডই প্রশংসিত হয়েছে।
প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, জামায়াত-বিএনপি জোট ২০১৩ সাল থেকে নির্বাচনপূর্ব পর্যন্ত দেশে পাকিস্থানী কায়দায় ধ্বংসলীলা ও নৈরাজ্য চালিয়ে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু মানুষ তা প্রতিহত করেছে।
উপজেলা আ`লীগের সভাপতি মীর শহিদুল ইসলাম পুন্নুর সভাপতিত্বে ওই সভায় প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর ইমাম, সেলিনা বেগম স্বপ্না, জেলা আ`লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, অ্যাড. বিমল কুমার দাস, সাধারণ সম্পাদক অ্যাড. কে.এম.হোসেন আলী হাসান প্রমূখ বক্তব্য রাখেন।