ব্রাজিলের ক্লাবকে হারিয়ে দিল বাংলাদেশ


প্রকাশিত: ০২:১৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

বয়সভিত্তিক দলে এমন সাফল্যের কদাচিৎ দেখা যায়। জাতীয় দলের ক্ষেত্রে যেটা স্বপ্নেও কল্পনা করা যায় না, সেটাই করে দেখায় ক্ষুদেরা। দুই যুগ আগেও ডানা ও গোথিয়া কাপে ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলে হই চই ফেলে দিয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অনুর্ধ্ব-১২ দল।

দীর্ঘদিন পর আবার ফুটবলে আবার বাংলাদেশের কাছে ব্রাজিলের হার। এবার মালয়েশিয়ায় চলমান সুপার মক কাপে। ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের অনুর্ধ্ব-১৩ দলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্লেট সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। আগামীকাল (শনিবার) ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেভের বিরুদ্ধে সেমিতে লড়বে বাংলাদেশ দল।

ম্যাচের ১৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশী রক্ষণভাগ খেলোয়াড়দের আশানুরূপ খেলতে পারেনি। তবে প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জিহান ৩০ মিনিটে গোল করে সমতা ফেরায়। এ ই স্কোরেই প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণের বন্যা বইয়ে দেয়। ত বে ব্রাজিলিয়ান ডিফেন্স শক্ত প্রতিরোধ গড়ে তোলে। ৪৩ মিনিটে জিহান সেই প্রতিরোধ চুরমার করে আবারও গোল করে দলকে এগিয়ে দেয় (২-১)।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।