সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ : বাসদ


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৪

মহাজোট সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) এর নেতারা। শুক্রবার দলটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে নেতারা এ কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, মহাজোট সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। এ অবস্থা থেকে উত্তরণে মানুষ বিকল্প শক্তির উত্থান চায়। বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে এই বিকল্প গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, শাসকশ্রেণী রাজনীতিকে রাজসিংহাসন দখলের যুদ্ধ ময়দান বানিয়েছে। এ অবস্থায় দেশবাসীকে দ্বি-দলীয় বুর্জোয়া রাজনীতির বিপরীতে বিকল্প গড়ার সংগ্রামে এগিয়ে আসতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- সিপিবি`র প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু ও রাজেকুজ্জামান রতন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।