বানারীপাড়ায় সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী
বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা তার মনোনয়নপত্র প্রত্যাহারে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মহিষপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত ওই বিদ্রোহী প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
স্থানীয়দের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বানারীপাড়া পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের নাম ঘোষণা করেন। এই সময় মঞ্চে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর বড় ভাই দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও মনোনয়ন প্রত্যাহারে সম্মত হওয়া গোলাম সালেহ মঞ্জু মোল্লা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি জানান, বিদ্রোহী প্রার্থী গোলাম সালেহ মঞ্জু মোল্লা দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারে সম্মত হয়েছেন। জেলার সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও প্রার্থীর বড় ভাই গোলাম সারওয়ার এবং তিনিসহ নেতৃবৃন্দের সঙ্গে সমঝোতা বৈঠকের পর ওই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
সমঝোতা বৈঠক ও সমাবেশে উপস্থিত থাকা এক নেতা জানান, বানারীপাড়া পৌরসভায় মেয়র পদে বিদ্রোহী প্রার্থী নিয়ে আওয়ামী লীগ নেতারা বিব্রত অবস্থায় পড়েন। এ থেকে উত্তরণের জন্য জেলার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বিকেলে সমঝোতা বৈঠক করেন। বৈঠকে অংশ নিতে ঢাকা থেকে আসেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
সমঝোতা বৈঠকে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন দলীয় প্রার্থী সুভাষ চন্দ্র শীল। তাৎক্ষণিক উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিনিয়র সহ-সভাপতি বিদ্রোহী প্রার্থী গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে সভাপতি করা হয়। পরে স্থানীয় জনতার আয়োজনে সমাবেশে জেলা সভাপতি হাসানাত আবদুল্লাহ এমপি ওই ঘোষণা দেন।
সাইফ আমীন/বিএ