সরাইলে ট্রাক্টরচাপায় শিশু নিহত


প্রকাশিত: ১২:২০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টরচাপায় মো. তোফায়েল মিয়া (০৫) নামে এক শিশুর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার শাহবাজপুর পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তোফায়েল পোস্ট অফিসপাড়ার মলাই মিয়ার ছেলে। সে শাহ্বাজপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সরাইল উপজেলার শাহ্বাজপুর গ্রাম থেকে মাটি নিয়ে একটি ট্রাক্টর ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্বাজপুর প্রথম গেইট এলাকায় আসছিল। পথিমধ্যে পোস্ট অফিসপাড়ায় রাস্তা পারাপারের সময় তোফায়েল ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাহ্বাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।