জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্বের পরীক্ষা শুক্রবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্বের পরীক্ষা শুক্রবার থেকে শুরু হবে। প্রতিদিন সকাল সাড়ে আটটায় পরীক্ষা শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সারাদেশে ২৭টি কেন্দ্রে ১১,১৮ ও ২৬ ডিসেম্বর এবং ১, ৯, ১৫, ২২ ও ২৯ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের অধ্যক্ষরা ভারাপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। রাজধানীর বঙ্গবন্ধু ল কলেজ, জাতীয় আইন কলেজ, বাংলাদেশ ল কলেজ, সিটি ল কলেজ, নিউ অ্যারা ল কলেজ, জানে আলম ল কলেজের পরীক্ষার্থীদের তেজগাঁও কলেজ কেন্দ্রে এবং সেন্ট্রাল ল কলেজ, মোহাম্মদপুর ল কলেজ, ক্যাপিটাল ল কলেজ, রূপনগর ল কলেজ, ফাতেমা ল কলেজ, গ্রীন ভিউ ল কলেজ, মহানগর ল কলেজ, মেট্রোপলিস আইডিয়াল ল কলেজ, খোন্দকার নুরুল ইসলাম ল কলেজ, দেওয়ান ইদ্রিস ল কলেজ, মিপুর ল কলেজের পরীক্ষার্থীদের আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনএম/এআরএস/পিআর