পুরস্কার মঞ্চে প্যান্ট খুলে গিয়ে বিপত্তি


প্রকাশিত: ০৬:০৬ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিতে তিনি এগিয়ে গিয়েছিলেন। ক্যামেরার ঝলকানি চতুর্দিকে। এর মধ্যে যে এমন ঘটনা ঘটে যাবে, ঘুণাক্ষরেও ভাবেননি ক্রোয়েশিয়া-হেলসিঙ্কি মানবাধিকার কমিটির প্রধান ভনিমির সিসাক। মানবাধিকার সংক্রান্ত উল্লেখযোগ্য কাজের জন্য সিসাক এবং তার কমিটিকে এই পুরস্কার দেওয়া হয়।

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার কিতারোভিকের পাশে হাসিমুখেই দাঁড়িয়েছিলেন সিসাক। বড় কার্ডের মতো একটি মানপত্র হাতে ধরে সবাই পোজ দেওয়ার জন্য প্রস্তুত। এই সময়েই ঘটে যায় বিপত্তি। হঠাৎ সিসাকের প্যান্ট খুলে নিচের দিকে নেমে যায়। ক্যামেরার সামনে কার্ডটা থাকায় তবু রক্ষে।

প্রেসিডেন্ট অবশ্য এ ঘটনায় এতটুকু বিচলিত না হয়ে এক ঝলক দেখেন সিসাককে। যিনি ততক্ষণে আপ্রাণ চেষ্টায় প্যান্ট উপরে তুলে পরিস্থিতি সামাল দিয়েছেন। তার পরেই ফের হাসিমুখে ক্যামেরার দিকে। এই ছবি পরে ছড়িয়ে পড়ে টুইটারে। আনন্দবাজার।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।