বিএনপির প্রতিনিধি দল ইসিতে
আসন্ন পৌরসভা নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির দাবিতে বিএনপির প্রতিনিধি দল এখন নির্বাচন কমিশনে (ইসি)। মঙ্গলবার বিকেল ৪টায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের বিএনপির প্রতিনিধি দল ইসিতে যায়। এখন তারা ইসির সাথে বৈঠক করছেন। বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করবেন তারা।
বিএনপি অভিযোগ বরাবরের মত এবারও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না ইসি। এছাড়া বিএনপির অনেক মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে দলটি বৈঠকে অভিযোগ করবে। এসব প্রার্থীর প্রার্থীতা ফেরতও চাইবে বলে বিএনপির প্রতিনিধি দলের এক নেতা জাগো নিউজকে বলেন।
উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে ও কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট হবে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এইচএস/এআরএস/আরআইপি