বলাকা বাসের ধাক্কায় প্রাণ গেল নারী শ্রমিকের


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

রাজধানীর কমলাপুরে সায়েদাবাদ-গাজীপুরগামী বলাকা বাসের প্রতিযোগিতায় কমপক্ষে একজন নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রতিযোগিতা করে ওভারটেক করার সময় একটি রিকশায় ধাক্কা দিলে সেই নারী শ্রমিক মারা যান।

সোমবার রাত ৮ টা ২০ মিনিটে কমলাপুরের ৬ নং বাসস্ট্যান্ডের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জাগো নিউজকে বলেন, ‘বাসের ধাক্কায় তিনজনের নিহতের বিষয়টি শুনেছি।’

তিনি আরো জানান, দুই বাসের প্রতিযোগিতার সময় ঘটনাস্থলেই এক নারী শ্রমিকের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় অন্যদের ঢাকা মেডিকেলে নেয়ার পথে অপর দুই নারীর মারা যান।

তবে শাহজাহানপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মাবুদ জানান, ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা পথিমধ্যে মারা গেছেন কি না সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেন নি।

সর্বশেষ রাত ৯ টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে হাজেরা এবং জসীম নামে দুইজন চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক।

এআর/এসকেডি/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।