বিএনপির মন্তব্য সিম্পলি ননসেন্স


প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ জোর করে জিততে চায় বিএনপির এমন মন্তব্যকে `সিম্পলি ননসেন্স` বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বিকেলে সিলেট সদর উপজেলার মোল্লারগাঁওয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

পরে অর্থমন্ত্রী জালালাবাদ ইউনিয়নের আলীনগর ও মোল­ারগাও ইউনিয়নে দশগ্রাম এলাকার ১৩ গ্রামের ২২ কিলোমিটার এলাকায় প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুৎ সংযোগের কাজের উদ্বোধন করেন।

অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত করা হবে। আর ২০১৮ সালের মধ্যে সিলেটের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছবে। দেশের একটি ঘরেও বিদ্যুতের আলোর বাইরে থাকবে না।

Minister
বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপক দিলীপ চন্দ্র সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সতীশ চন্দ্র দে প্রমুখ।

বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি একে `সিম্পলি ননসেন্স` বলে মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে পৌরসভা নির্বাচনে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীরা এতে জোর করে জিততে চান। নির্বাচন কমিশনও স্বাধীন নয়।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।