জাতীয় ঐক্যের বিকল্প নেই : মাহবুব


প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

দেশ ও জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সাবেক মূখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, টেলিভিশনে সরকারের মন্ত্রী এমপিদের বক্তব্য দেখলে মনে হয় সোনার বাংলায় রয়েছি। কিন্তু বাস্তবে অবস্থা করুণ।

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সংকট সমাধান করতে হবে বলেও মনে করেন তিনি। চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন,  রাজনৈতিক অঙ্গনে দুর্দশা দেখা দিয়েছে। হত্যা গুম চলছে। সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে চলমান সংকটের সমাধান করতে হবে।

একই অনুষ্ঠানে দলের প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন তাই করা উচিত।  

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউল হক জিয়া প্রমুখ।

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।