বিএনপিকে বিপদে ফেলতেই ২১ আগস্টের হামলা : রিজভী
তৎকালীন বিএনপি সরকারকে বিপদে ফেলতেই ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ওয়ান ইলেভেনের মঈনুদ্দীন-ফখরুদ্দীন সরকার, যারা বিএনপি ও তারেক রহমানকে ঘায়েল করার জন্য উঠেপড়ে লেগেছিল, তারেক রহমানের মেরুদণ্ড যারা ভেঙে দিয়েছিল, তারাও তদন্ত করে ওই মামলায় তারেক রহমানের জড়িত থাকার প্রমাণ পাননি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলায় তারেক রহমানকে জড়িয়েছে।
রিজভী বলেন, গ্রেনেড হামলার ঘটনা ছিল রহস্যে ঘেরা। তৎকালীন বিএনপি সরকারকে বিপদে ফেলার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছিল বলে সবার ধারণা।
এছাড়া ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে `রাজনৈতিক প্রতিহিংসার কারণে` জড়ানো হচ্ছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান রিজভী।
এ সময় রিজভী `প্রতিহিংসার রাজনীতি` থেকে বেরিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানান।