খালেদাকেও জেলে নেওয়া হতে পারে : নানক


প্রকাশিত: ১০:৪১ এএম, ১৩ নভেম্বর ২০১৪

দেশে জনগণের শান্তি ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নানক এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের শান্তি ভঙ্গকারীর অবস্থান পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের লাল দালানের চৌদ্দ শিকে হতে পারে। আপনার (খালেদা জিয়া) আচরণ শিরপীড়া, বিকারগ্রস্ত অস্থির যন্ত্রণার পরিচয় বহন করে। আপনার কথায় অসংলগ্নতা রয়েছে, তাই নিজের প্রতি যত্নবান হোন। দেশবাসীকে কোনো দুর্ভোগে ফেলার চিন্তা করবেন না। যদি করেন তার পরিণতি সুখকর হবে না। আইন সবার জন্য সমান। পতিত প্রধানমন্ত্রী হিসেবে যা খুশি বলবেন আর করবেন, তা কাম্য হতে পারে না।

কিশোরগঞ্জে গতকাল বুধবার খালেদা জিয়ার দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।