এরশাদ বাটপার : রিজভী


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৩ জুলাই ২০১৪

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে বাটপার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রোববার দুপুরে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় খোলা কলমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যা অসত্য ইতিহাস বিকৃতি করায় এরশাদকে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এরশাদ যুদ্ধ বিরোধীদের সাথে সক্রিয় ছিলেন। আর এখন গণতন্ত্র হত্যাকারী স্বৈরচারী এরশাদ ক্ষমতার মোহে জিয়াউর রহমান ও তার পরিবার সম্পর্কে অসত্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে নিয়ে এরশাদের এমন লেখার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় বিএনপি। যখন এরশাদের ক্ষমতাসীন জোটের শরীক দল আওয়ামী লীগের সাথে নিজেদের টানাপোড়েন চলছে তখন আওয়ামী লীগের কাছে আস্থাভাজন হিসেবে প্রমাণ করতে এরশাদ এখন এব মিথ্যাচার প্রচার করে যাচ্ছে।

স্বাধীনতা ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এরশাদের মতো লোকের কথা বলার কোনো যোগ্যতাই নেই। কেননা জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠাকারী আর এরশাদ গণতন্ত্র ধ্বংসকারী স্বৈরশাসক বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।