জেলহত্যা মামলার বিচারের নামে প্রহসন হয়েছে : সুরঞ্জিত


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৩ নভেম্বর ২০১৪

জেলহত্যা মামলার বিচারের নামে প্রহসন হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের উদ্যোগে জেলহত্যা ও মুক্তিযোদ্ধা হত্যা দিবস স্মরণে আয়োজিত ‘স্বরণীয় যারা-বরণীয় তারা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জেলহত্যা মামলার বিচারের নামে প্রহসন হয়েছে। মামলাটি পরিচালনার ক্ষেত্রে উদাসীনতার জন্য এমনটি হয়েছে এবং আইন মন্ত্রণালয়কে এর দায় গ্রহণ করতে হবে।

তিনি বলেন, জেলখানা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। সেখানে জাতীয় চারনেতাকে হত্যা করা হয়েছে। সে হত্যাকাণ্ডের ন্যায় বিচার আজও হয়নি। এ হত্যাকাণ্ডের প্রকৃত বিচার না হলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হবে এবং গণতন্ত্র ব্যাহত হবে। কেননা দেশের সাংবিধানিক ধারা এবং মানবতার জন্য জেলহত্যার বিচার মাইলফলক হিসেবে কাজ করবে।

দেশের বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত বলেন, দেশের মানুষ মুক্তিযুদ্ধেও ইতিহাস বিকৃতিকারী বিএনপি-জামায়াতকে ভালোভাবে চেনে এবং জানে। তবে মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাস মসৃণ করার দায়িত্বে নিয়োজিতরা ব্যর্থ হলে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ এবং মানবতার জন্য বড় ক্ষতি হবে।

সুরঞ্জিত বলেন, ইতিহাস বড়ই নিষ্ঠুর। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস তার আপন গতিতে ঐতিহাসিক দায়িত্ব পালন করে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী।

এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এইচ এম সোলায়মান চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সহ-সভাপতি এস এম ইয়াকূব আলী শিকদার প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।