সিপিবি’র সভাপতিকে হত্যার হুমকি


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিমকে ই-মেইলে হত্যার হুমকি দেয়া হয়েছে।

‘মিশন জিহাদ’র নায়েবে আমির পরিচয়দানকারী জনৈক নিজাম উদ্দিনের ই-মেইল ([email protected]) থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে সিপিবি’র পক্ষ থেকে পাঠানো দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জাননো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ডিসেম্বর রাত ১২টা ২৮মিনিটে ই-মেইলটি আসে।সঙ্গে একটি মোবাইল নম্বরও (০১৭৪৭২৩৩০৭০) ছিলো।

এদিকে, হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকি প্রদানকারীকে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে সিপিবি।
 
পাশাপাশি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে বাম রাজনীতির এ সংগঠনটি।
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মুজাহিদুল ইসলাম সেলিম জাগো নিউজকে বলেন, শনিবার দুপুরে মেইল চেক করতে গিয়ে ওই মেইলটি দেখতে পাই।এ বিষয়ে সাধারণ ডায়েরি করবেন বলে জানান তিনি।
 
তিনি আরো বলেন, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম তা আজ ভুলুণ্ঠিত।আর সে কারণেই এ ধরনের হুমকি আসছে।এর আগেও এ রকম হুমকি আমাকে ও দলকে দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করা হবে।
 
জেইউ/এএইচ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।