পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চাই না


প্রকাশিত: ০৯:১২ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

পাকিস্তানের রাজাকাররা বিশ্বে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আমরা চাই না সরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখুক।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিব সেনা ঐক্য লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে চুমকি বলেন, আপনারা সাবধান হোন। ষড়যন্ত্র করে একজন রাজাকারকেও বাঁচাতে পারবে না।

যাদের লক্ষ্য যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা তাদের প্রতি দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানান মেহের আফরোজ চুমকি।

আয়োজক সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে মানববন্ধনে মুজিব সেনা ঐক্য লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।