বাজেট নিয়ে সরকার গদগদ : ফখরুল
২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সরকার ‘গদগদ’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, ‘সরকার এবার একটা বাজেট দিয়েছে। আরে বাবা কী গদগদ সব বাজেট নিয়ে যে, ব্যবসায়ীদের জন্য এটা খুবই ভালো বাজেট হয়েছে।’
তিনি বলেন, দেশের ৬ কোটি মানুষ এখনো দরিদ্র সীমার নিচে। কোথায় তাদের জন্য তো কিচ্ছু করেননি।
রোববার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার করে বলেছিলাম যে, ১৫ হাজার টাকা করে তিন মাসের জন্য এই মানুষগুলোকে (দরিদ্র) দেয়ার ব্যবস্থা করেন। খুব বেশি কিছু হতো না কিন্তু কত টাকা লাগতো? কেন দিলেন না? প্রত্যেকটা দেশ আজকে তারা কিন্তু আগেই এই টাকাগুলোকে পৌঁছে দিয়েছে, ক্যাশ ট্রান্সফার করেছে। অর্থনীতিকে যদি আপনি সচল করতে চান মানুষের পকেটে টাকা আসতে হবে।’
তিনি বলেন, ‘কাকে টাকা দিচ্ছে? তেল মাথায় তেল দিচ্ছেন। ওই বড় বড় শিল্পপতি, গার্মেন্টস মালিককে দিচ্ছেন, যারা আপনাদের সাথে জড়িত তাদের দিচ্ছেন।’
ফখরুল বলেন, ‘সাংবাদিকদের কোনো প্রণোদনা দিচ্ছে না। আমি জানি, অনেক সাংবাদিক তিন-চার মাস ধরে বেতন পাচ্ছেন না। রিকশা শ্রমিক ভাই, ছোট চাকরিজীবী তারা কিন্তু কোনো প্রণোদনা পাচ্ছেন না।’
বর্তমান এ ‘অচলাবস্থা’ থেকে দেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং জাতীয় ঐক্য সৃষ্টি করে এগোতে হবে। আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করছি। সব রাজনৈতিক দলগুলোকে একখানে করে, জোট না হোক যুগপথ আন্দোলন করে বেরিয়ে আসতে পারি কি-না সেই চেষ্টা আমরা করছি।’
সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা বক্তব্য দেন।
কেএইচ/এমআরআর/জিকেএস