লক্ষ্মীপুরে হানাদারমুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের র‌্যালি


প্রকাশিত: ১১:০৭ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধাদের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের উদ্যোগে প্রতি বছর এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিছিল হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেয়।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার কাজল কান্তি দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা ও পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ।

এ সময় বক্তারা মুক্তিযুদ্ধ চলাকালে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।