বিএনপি এখন ক্লাবে পরিণত হয়েছে : আসিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ৩০ মে ২০২১

বিএনপি এখন প্রধান রাজনৈতিক দল থেকে মোটামুটি একটা ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নির্বাহী কমিটির সদস্য সংগীতশিল্পী আসিফ আকবর।

রোববার (২০ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক দেয়া আসিফের পোস্টটি তুলে ধরা হলো-

এইতো সেদিন। সকালে ঘুম থেকে উঠে মুদি দোকানে গেলাম সদাইপাতি আনতে। গিয়ে বিবিসিতে শুনলাম প্রেসিডেন্ট জিয়াকে চিটাগং সার্কিট হাউজে ব্রাশফায়ারে হত্যা করা হয়েছে। হাত পা অবশ হয়ে এলো। আমার বয়স তখন নয়। তিনবার মানুষটাকে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে। দুবার কুমিল্লা গুলবাগিচা স্কুলের কাব হিসেবে কেন্দ্রীয় ঈদগাহে রিসিভ করেছিলাম। আরেকবার ঢাকা শিশু একাডেমীতে নাটক প্রতিযোগীতায় তিনি দেখা করতে এসেছিলেন বিভিন্ন জেলা থেকে আসা স্কুলের শিক্ষার্থীদের সাথে, সেখানে আমিও ছিলাম। আমার ছোট্ট মনে গভীর দাগ কেটে গেল শহীদ জিয়ার মৃত্যু। জ্ঞান বুদ্ধি হবার পর থেকেই উনার নেতৃত্বের অনুগত সৈনিক হিসেবে নিজেক উৎস্বর্গ করেছি।

ক্ষণজন্মা নেতা হিসেবে মাত্র তিন বছরের শাসনামলে তিনি জাতিকে দিয়েছিলেন অসাধারণ কর্মযজ্ঞের অনুপ্রেরণা। বাংলাদেশী জাতীয়তাবাদের চূড়ান্ত বার্তা ছড়িয়ে দিয়েছিলেন আপামর জনসাধারণের মাঝে। এক অদ্ভূত জাগরণের দাবানলে তলাবিহীন ঝুঁড়ির গ্লানি থেকে দেশের সম্মান নিয়ে গেলেন আন্তর্জাতিক দরবারে। ইরাক ইরান ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধে মধ্যস্ততাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিনি পৌঁছে গেলেন বিশ্বনেতার কাতারে। দেশকে স্বনির্ভর করার প্রাণান্ত চেষ্টা করে গেছেন আমাদের রাখালরাজা। সাধারণ মানুষের আবেগের কেন্দ্রবন্দুতে নিজের জায়গা করে নিলেন শহীদ জিয়া। দেশের প্রায় সবধরনের জাতীয় পুরস্কারের প্রবর্তক তিনি। রাষ্ট্রে প্রতিটি অবিচ্ছেদ্য অঙ্গ ফিরে পেয়েছিল কর্মমুখর প্রাণচাঞ্চল্য। শহীদ জিয়া হয়ে উঠলেন বাংলাদেশ তথা বিশ্বের একজন অবিসংবাদিত নেতা।

 

 

ঠিক চল্লিশ বছর আগের এই দিনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের স্বীকার হন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনার তৈরি রাজনৈতিক দল বিএনপি এখনো দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ভরসার সংগঠন। যদিও শহীদ জিয়ার আদর্শ গতি আর লক্ষ্য থেকে বর্তমান বিএনপি বহু ক্রোশ দূরে সরে গেছে আরো আগেই। লিডার জিয়ার উনিশ দফা হতে পারতো এই জাতির ভাগ্যোন্নয়নের মূল সনদ। বিএনপি এখন প্রধান রাজনৈতিক দল থেকে মোটামুটি একটা ক্লাবে পরিণত হয়েছে। তৃণমূলের ভালবাসার উত্তাপ টের পায়না ব্যবসা-বাণিজ্যে ফুলে ফেঁপে ওঠা উপরের দিকের পদধারী কেন্দ্রীয় নেতারা।

তরুণ প্রজন্মের মধ্যে শহীদ জিয়ার কর্মমুখর দেশপ্রেম তুলে ধরতে তারা সম্পূর্ণ ব্যর্থ। বাংলাদেশি জাতীয়তাবাদ বাঁচিয়ে রাখতে তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে উঠতে হবে বিএনপিকে, ঢেলে সাজাতে হবে দল, সরাতে হবে অকর্মণ্য অথর্বদের। জনগণের সাথে সম্পৃক্ত তৃণমূল সংগঠকদের বসাতে হবে চালকের আসনে। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা আর শহীদ জিয়ার দেশপ্রেমের আলোকচ্ছটা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

আজ আমার নেতার মহাপ্রয়াণ দিবস। আজ আমার মন ভারাক্রান্ত। আজ আমি কাঁদবো না, আজ আমার চোখের প্রতিটি অশ্রুবিন্দু রক্তবিন্দুতে রূপান্তরিত হোক বাংলাদেশি জাতীয়তাবাদ রক্ষার শপথে। রাখালরাজার দেশপ্রেম বুকে ধারণ করেই কাটিয়ে দিয়ে চাই একটা জীবন। আপনাকে সশ্রদ্ধ স্যালুট হে মহান নেতা। আপনার সমর্থক হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি, গর্ব করে বলতে পারি আমাদের একজন জিয়া ছিলেন। কোটি মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা পাঠিয়ে দিলাম আকাশের ঠিকানায়। যে জিয়া জনতার সেই জিয়া মরে নাই। প্রয়াত সকল জাতীয় নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। শহীদ জিয়া অমর হউন, বাংলাদেশ জিন্দাবাদ।

ভালবাসা অবিরাম...

কেএইচ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।