একলা আকাশ নিয়ে মম


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

দেশ সেরা সংগীতশিল্পী অবন্তিকা। ছোটবেলা থেকে গানকে ভালোবেসে তা নিয়েই তার বেঁচে থাকা। গানের সেই পথেই একদিন দেখা হয় নীলের সাথে। নীল পেশায় সাংবাদিক। গানকে ভালোবাসার কারণে অবন্তিকার সংসারে দেখা দেয় নানান জটিলতা।

গানের রেকর্ডিং ও স্টেজ শো-এর ব্যস্তুার কারণে স্বামী সায়েমের সঙ্গে অবন্তিকার দিন দিন দুরত্ব বাড়তে থাকে। একদিন সকালে নেহায়েত ভুল বোঝাবুঝিতে অবন্তিকার সংসারে ঘটে অন্যরকম এক ঘটনা। অল্পদিনের পরিচয়ে অবন্তিকার জীবনে তখন বন্ধু হয়ে আসেন নীল।

একদিকে স্বামী অন্যদিকে সংগীত জীবনের এতোদিনের ক্যারিয়ার! আর বন্ধু নীলের সাথে অমীমাংসিত সম্পর্ক- সব নিয়ে অগোছালো অবন্তিকা। সে কী পারবে নিজেকে গুছিয়ে আনতে?

এমনই গল্পের নাটক ‘আমার একলা আকাশ’। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি নির্মাণ করেছেন মেজবাহ শিকদার। নাটকে সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

নাটকটি প্রসঙ্গে মম বলেন, ‘নাটকটির গল্পটা অন্যরকম। আমি এখানে একজন দেশ সেরা সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছি। আমরা যারা শোবিজে কাজ করি তাদের সংসার জীবনে কেমন সমস্যা হতে পারে- তা নিয়েই নাটকটির গল্প। অনেক সময় নেহায়েত ভুল বোঝাবুঝির জন্যও যে বড় ধরনের ঘটনা ঘটে তা-ই নাটকটির গল্পে ফুটে উঠেছে। নাটকটির শেষে একেবারেই অন্যরকম এক ঘটনা ঘটে। যা দর্শকদের অন্যরকম লাগবে।’

এদিকে নির্মাতা জানান, সম্প্রতি নগরীর উত্তরা, দিয়াবাড়িসহ কয়েকটি রেকর্ডিং স্টুডিওতে নাটকটি শুটিং সম্পন্ন হয়। এতে জাকিয়া বারি মম ছাড়া আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুকর্ন হাসান ও  সানজিদ খান প্রিন্স প্রমুখ। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।