ফিলিস্তিনিদের জন্য ওষুধ পাঠাল বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৬ মে ২০২১

ফিলিস্তিনি জনগণের জন্য ওষুধ সামগ্রী পাঠিয়েছে বিএনপি। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে ওষুধগুলো তুলে দেয়া হয়।

বুধবার (২৬ মে) দুপুরে রাজধানীর বারিধারায় ফিলিস্তিনের দূতাবাসে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ওষুধগুলো সরবরাহ করেন।

বিএনপির প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন-চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এনামুল হক চৌধুরী এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ইসলাম। এছাড়াও এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

শায়রুল জানান, ৮০ কার্টন ওষুধ দেয়া হয়েছে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, ‘আমরা এখানে ওষুধ সামগ্রী দিতে এসেছি। যে সময় ফিলিস্তিনের মানুষের ওপর নির্যাতন চলছে সে সময় আমাদের সরকার পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল লেখাটা তুলে দেয়ায় আমাদের দুঃখবোধ হয়েছে, শোক প্রকাশ করেছি। যে মুহূর্তে সারা পৃথিবীর মানুষ ফিলিস্তিনের পক্ষে সেই মুহূর্তে আমাদের সরকার এটা করেছে।’

কেএইচ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।