পবা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

পবা উপজেলার পারিলা ইউনিয়নের সীমানা জটিলতা ও ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে হাইকোর্টে ১১৭৯২/২০১৫ নং রিট পিটিশন করলে বুধবার শুনানি শেষে হাইকোর্ট ছয় মাসের জন্য এ নির্বাচন স্থাগিতাদেশ দেন এবং নির্বাচন কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধন করার নির্দেশ দেন।

রায়ের কপি ফ্যাক্স যোগে কার্যালয়ে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন।

এদিকে, ৮ ডিসেম্বর এই উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট হওয়ার কথা ছিল। এই পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কারার কথা ছিল। পাশাপাশি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছিলেন। কিন্তু নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শাহরিয়ার অনতু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।