কারাবন্দি হেফাজত নেতার মৃত্যুর তদন্ত দাবি বাবুনগরীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২১ মে ২০২১
মাওলানা ইকবাল হোসেন

কারাবন্দি অবস্থায় হেফাজত ইসলামের নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শুক্রবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ‘মাওলানা ইকবাল হোসেনকে গ্রেফতারের পর রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ডে তিনি অসুস্থ হলেও তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে কি-না, বিষয়টি খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘বর্তমানে কারাগারে অনেক বয়োবৃদ্ধ আলেম রয়েছেন। তাদের অনেকেই সেখানে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়েছি। তাই আমি অসুস্থ আলেম-ওলামাসহ এ পর্যন্ত গ্রেফতার হওয়া সকলের নিঃশর্ত মুক্তির দাবি করছি।’

হেফাজতের আহ্বায়ক আরও বলেন, ‘মাওলানা ইকবাল হোসেন হেফাজতে ইসলামের জন্য নিবেদিত দায়িত্বশীল ছিলেন। আমি দোয়া করি, আল্লাহ যেন তার সকল ক্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।’

মিজানুর রহমান/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।