আ.লীগ ছাড়া কেউ সমুদ্র অধিকারে কাজ করেনি


প্রকাশিত: ০৭:১৬ এএম, ১৩ জুলাই ২০১৪

আওয়ামী লীগ ছাড়া আর কোনো সরকারই সমুদ্রে অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া আর কোনো সরকারই সমুদ্রে অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বিএনপি সরকার সমুদ্রসীমা নিয়ে কোনো কাজ করেনি। বিএনপি সরকার পদক্ষেপ নিলে মহীসোপানে অধিকার হারাতে হতো না বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সময়মতো কাজ শুরু না করলে বাংলাদেশ সমুদ্রের ওপর অধিকার হারাতো বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় মহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণে ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা বলেন, প্রকল্পগুলো যথেষ্ট ধীরগতিতে এগুচ্ছে। এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে রোববার সকালে সচিবালয়ে এই মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।