আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন যারা


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৪টি পৌরসভায় দলের মেয়রপ্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ করছে আওয়ামী লীগ। মঙ্গলবার গণভবনে প্রার্থীর তালিকা চূড়ান্ত হওয়ার পর রাতেই ধানমন্ডির আওয়ামী লীগ সভনেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করেন বিভাগের সাংগঠনিক সম্পাদকরা।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকায় রয়েছেন পঞ্চগড় সদরে জাকিয়া আক্তার, ঠাকুরগাঁও সদরে তাহমিনা মোল্লা, রাণীশংকৈলে (ঠাকুরগাঁও) আলমগীর, পীরগঞ্জে কচিরুল মিয়া, গোবিন্দগঞ্জে (গাইবান্ধা) আতাউর রহমান, নীলফামারী সদরে আকতার হোসেন খোকন, সৈয়দপুরে (নীলফামারী) সানোয়ার হোসেন খোকন, জলঢাকায় (নীলফামারী) বাহাদুর, পাটগ্রামে (লালমনিরহাট) শমসের আলী, লালমনিরহাট সদরে রিয়াজুল ইসলাম রিন্টু, বদরগঞ্জে (রংপুর) উত্তম কুমার সাহা, নাগেশ্বরীতে (কুড়িগ্রাম) কামরুল ইসলাম, উলিপুরে (কুড়িগ্রাম) আব্দুর রহমান, হাকিমপুরে (দিনাজপুর) জামিল হোসেন চলন্ত, দিনাজপুর সদরে আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা সদরে শাহ মাসউদ, সুন্দরগঞ্জে (গাইবান্ধা) আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম সদরে আব্দুল জলিল। গাংনীতে (মেহেরপুর) আহমেদ আলী, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী।

সাভারে (ঢাকা) আব্দুল গনি, মুন্সীগঞ্জ সদরে বিপ্লব, মীরকাদিমে (মুন্সীগঞ্জ) শাহিন, শরীয়তপুর সদরে আমিন কোতোয়াল, মাদারীপুর সদরে খালিদ হাসান ইয়াদ, টাঙ্গাইল সদরে জামিলুর রহমান মিরন, কালিহাতীতে (টাঙ্গাইল) আনসার আলী, নেত্রকোণা সদরে নজরুল ইসলাম খান, মোহনগঞ্জে (নেত্রকোণা) অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, মদনে (নেত্রকোণা) আব্দুল হান্নান, কেন্দুয়ায় (নেত্রকোণা) আসাদুল হক ভূঁইয়া, দুর্গাপুরে (নেত্রকোণা) আব্দুস সালাম। সিরাজগঞ্জ সদরে মুক্তা সিরাজি, সুজানগরে (পাবনা) আব্দুল ওহাব, বাকেরগঞ্জে (বরিশাল) লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুরে (বরিশাল) হারিস, বেতাগীতে (বরগুনা) গোলাম কবির, পিরোজপুর সদরে হাবিবুর রহমান মালেক, বানারীপাড়ায় (বরিশাল) সুভাষ চন্দ্র শীল, সুনামগঞ্জ সদরে জগলুল, ছাতকে (সুনামগঞ্জ) আবুল কালাম চৌধুরী, দিরাইয়ে (সুনামগঞ্জ) মোশাররফ মিয়া, জগন্নাথপুরে (সুনামগঞ্জ) মিজানুর রশিদ, কুলাউড়ায় (মৌলভীবাজার) শাহী আলম ইউনুস, বড়লেখায় (মৌলভীবাজার) আবু ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জে (মৌলভীবাজার) জুয়েল আহমেদ, হবিগঞ্জ সদরে আতাউর রহমান সেলিম, নবীগঞ্জে (হবিগঞ্জ) অধ্যাপক তোফাজ্জল ইসলাম, চুনারুঘাটে (হবিগঞ্জ) সাইফুল ইসলাম, মাধবপুরে (হবিগঞ্জ) হিরেন্দ্রনাথ সাহা, শায়েস্তাগঞ্জে (হবিগঞ্জ) ছালেক মিয়া, জকিগঞ্জে (সিলেট) খলিল উদ্দিন, কানাইঘাটে (সিলেট) লুৎফুর রহমান, গোলাপগঞ্জে (সিলেট) সৈয়দ মেজবাহ উদ্দিন।

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজামউদ্দিন চৌধুরী, রাউজানে দেবাশীষ পালিত, পটিয়ায় হারুন অর রশিদ, সন্দ্বীপে জাফরুল্লাহ, বাঁশখালীতে সেলিমুল হক, ফেনী সদরে হাজী আলাউদ্দিন, কুমিল্লার বরুড়াতে বাহারুজ্জামান, ঢাকার সাভারে আবদুল গণি, মুন্সীগঞ্জ সদরে হাজী ফয়সাল আহমেদ বিপ্লব, মীরকাদিমে শহীদুল ইসলাম শাহিন, মাদারীপুর সদরে খালিদ হাসান ইয়াদ, টাঙ্গাইল সদরে জামিলুর রহমান মিরন, কালীহাতিতে আনসার আলী, নেত্রকোনা সদরে নজরুল ইসলাম খান, মোহনগঞ্জে অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, মদনে আবদুল হান্নান, কেন্দুয়ায় আসাদুল হক ভুঁইয়া, দুর্গাপুরে আবদুস সালাম, মেহেরপুরের গাংনী পৌরসভায় আহমেদ আলী, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, বরিশালের বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুরে হারিস, বেতাগীতে গোলাম কবির, পিরোজপুর সদরে হাবিবুর রহমান মালেক, বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল, গৌরনদীতে হারিছুর রহমান, তারাবো পৌরসভায় হাসিনা গাজী চূড়ান্ত মনোনয়ন পেতে যাচ্ছেন।

সিলেটের বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ সদর পৌরসভায় আইয়ুব ইসলাম জগলুল, জগন্নাথপুরে আবদুল মান্নান, ছাতকে আবুল কালাম চৌধুরী, দিরাইতে মোশাররফ মিয়া, মৌলভীবাজার সদরে ফজলুর রহমান, কুলাউড়ায় শাহ আলম ইউনুস, বড়লেখায় আবু ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জে জুয়েল আহমেদ, হবিগঞ্জ সদরে আতাউর রহমান সেলিম, নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম, চুনারুঘাটে সাইফুল ইসলাম, মাধবপুরে হীরেন্দ্র নাথা সাহা, শায়েস্তাগঞ্জে ছালেক মিয়া, জকিগঞ্জে হাজী মো. খলিল উদ্দিন, সিলেটের গোপালগঞ্জে সৈয়দ মেজবাহ উদ্দিন।

রংপুর বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন- পঞ্চগড় সদরে জাকিয়া আক্তার, ঠাকুরগাঁও সদরে তাহমিনা মোল্লা, পীরগঞ্জে তরিকুল মিয়া, রানিশংকলে আলমগীর হোসেন, বীরগঞ্জে মোশাররফ হোসেন বাবলু, বিরামপুরে আক্কাছ আলী, হাকিমপুরে জামিল হোসেন চলন্ত, সৈয়দপুর সদরে সাখাওয়াত হোসেন খোকন, জলঢাকায় আবদুল ওয়াহেদ বাহাদুর, গাইবান্ধা সদরে শাহ মাসুদ, গোবিন্দগঞ্জে আতাউর রহমান, সুন্দরগঞ্জে আবদুল্লাহ আল মামুন, কুড়িগ্রামে আবদুল জলিল, নাগেশ্বরীতে মোহাম্মদ হোসেন ফাকু, উলিপুরে আব্দুল হামিদ, লালমনিরহাট সদরে রিয়াজুল ইসলাম মন্টু, পাটগ্রামে শমসের আলী, নীলফামারী সদরে আকতার হোসেন খোকন ও জলঢাকায় বাহাদুর।

এ ছাড়া কুমিল্লার দাউদকান্দিতে নাইম ইউসুফ, চাঁদপুরের কচুয়ায় নাজমুল হাসান, ফরিদগঞ্জে জিল্লুর রহমান, চৌদ্দগ্রামে মিজানুর রহমান, হোমনায় নজরুল ইসলাম, হাজীগঞ্জে মাহবুবুল আলম লিপন, সীতাকুন্ডে নায়েক (অব.) শফিউর রহমান, রাঙ্গুনিয়ায় শাহজাহান শিকদার, সাতকানিয়ায় জুবায়ের আহমেদ, বগুড়া সদরে রেজাউল করিম মন্টু, শিবগঞ্জে মানিক, সিরাজগঞ্জ সদরে মুক্তা সিরাজী, নন্দীগ্রামে রফিকুল ইসলাম পিন্টু, ভাঙ্গুরাই গোলাম আহসান রাসেল, শরিয়তপুরে আমিন কোতোয়াল, ঝিনাইদহের কোর্ট চাঁদপুরে শহীদুজ্জামান, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সরকার, সুজানগরে আবদুল ওহাব, রাজশাহীর চারঘাটে নার্গিস খাতুন, তানোরে ইমরুল হক, কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবুল হাসান।

এএসএস/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।