যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার শপথ যুবলীগের


প্রকাশিত: ০৩:০২ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

যুদ্ধাপরাধীমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে আওয়ামী যুবলীগ। সোমবার রাত ১২টা ১ মিনিটে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদনের পর যুবলীগ নেতারা এই শপথ নেন। নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান যুব লীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

বিজয়ের মাসের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই মোমবাতি প্রজ্বলন করা হয়।
 
এসময় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ সভাপতি মুজিবুর রহমান চৌধুরী ও মাহবুবুর রহমান হিরণ, মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট. মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।