মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে পাকিস্তান : মেনন


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাকা ও মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তান বিশ্বের কাছে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ তারা নিজের দেশ ও জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ।

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ঈদগা মাঠে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ার দাবিতে জেলা ওয়ার্কার্স পার্টির সমাবেশে এসব কথা বলেন তিনি।

পর্যটনমন্ত্রী বলেন, পাকিস্তানের এখন যে অবস্থা তাতে নিজেরাই অস্তিত্ব সংকটে। তাদের মুখে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অপ্রপ্রচার চালানোর কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি নানা নামে দেশে আবারো মাথাচারা দিয়ে উঠতে চেষ্টা করছে। এদের প্রতিহত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে।

ওয়ার্কাস পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম খাজার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।

বি.এম খোরশেদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।