পটুয়াখালীর পাঁচ জনের বিরুদ্ধে শুনানি ২১ জানুয়ারি


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালী জেলার পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে ২১ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।

মামলার আসামিরা হলেন- মো. এছহাক সিকদার, আব্দুল গনি, মো.আউয়াল, মো. আব্দুস সাত্তার প্যাদা এবং সোলায়মান মৃধা।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষে প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এর সিনিয়র সদস্য বিচারপতি মো.শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে শুনানি করেন প্রসিকিউটর সুলতানা রেজিয়া চমন।

এসময় ট্রাইব্যুনালে পাঁচ জন আসামি উপস্থিত ছিলেন। গত ২৯ জুন পটুয়াখালী সদর থানায় পুলিশের গাড়িতে আগুন এবং কাজে বাঁধা দেয়ার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় হস্তান্তর করা হয়।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা ও ১৭ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর মধ্যে এখনো ৮ জন বিরঙ্গনা জীবিত আছেন বলে জানা গেছে।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।