সন্ধ্যায় আবারো আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক


প্রকাশিত: ০৯:১৮ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত এবং প্রতীক বরাদ্দের চিঠি ইস্যু করতে মঙ্গলবার সন্ধ্যায় আবারো বৈঠকে বসছে দলটির স্থানীর সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড। সন্ধ্যা ৬টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতীক বরাদ্দের চিঠিতে স্বাক্ষর করবেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আওয়ামী লীগের প্রার্থীদেরও চিঠি দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সোমবার গণভবনে আওয়ামী লীগের স্থানীর সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় অধিকাংশ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। অল্প কিছু পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করা বাকি ছিলো, সেগুলো মঙ্গলবার করা হবে।

সোমবার সন্ধ্যা ৬টায় মনোনয়ন বোর্ডের বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ১৮ সদস্যের মনোনয়ন বোর্ডের প্রায় সকলেই উপস্থিত ছিলেন।

এএসএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।