ভ্যাকসিন অ্যাসিস্টেন্ট পদ সৃষ্টির দাবি


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

পোর্টার পদ পরিবর্তন করে ভ্যাকসিন অ্যাসিস্টেন্ট (টিকাবীজ সহকারী) অথবা ভ্যকসিন রানার পদ সৃষ্টির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় ই.পি.আই পোর্টার কল্যাণ সমিতি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক  মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি অংশ সম্প্রসারিত টিকাদান কর্মসুচি। দেশে প্রায় ১ হাজার ৫শ` পোর্টার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা ও শিশুর জীবন রক্ষাকারী ১০টি মারাত্মক রোগের টিকা বীজ পৌঁছানোর কাজ করেন। এছাড়া ২৭ বছর কাজের অভিজ্ঞতায় এরা স্বাস্থ্যকর্মী ও মেডিকেল টেকনোলজিস্টের অনেক কাজে পারদর্শী।

তারা আরও বলেন, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমরা সরকারি কর্মচারীর মর্যাদা পাইনি। এ কাজে সংশ্লিষ্টরা ধর্মীয় উৎসবে ভাতা বা উৎসব ভাতা পান না এবং অনেকে মানবেতর জীবন যাপন করছেন।

উল্লেখিত দাবি না মানা হলে আমরণ অনশন পালন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনটি নেতাকর্মীরা।

মানববন্ধনে এ সময় সংগঠনটির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শ্রী গীরেন্দ্রনাথ দাসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।