সম্পর্ক বাড়াতে সীমান্ত বেড়া ভাঙতে হবে


প্রকাশিত: ০৪:০৬ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্প্রীতি ও সম্পর্ক বাড়াতে হলে সীমান্ত বেড়া ভাঙতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খুব দ্রুতই প্রতিবেশী দেশগুলোর (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) মধ্যে আন্তঃযোগাযোগ শুরু হবে। তবে এক্ষেত্রে জাতীয় সংসদে অনুমোদনের প্রয়োজন রয়েছে।

একই অনুষ্ঠানে ভারতের হাই-কমিশনার পঙ্কজ শরণ বলেন, প্রতিবেশী চারটি দেশের মধ্যে মৈত্রী মোটর র‌্যালি আন্তঃসম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারতের সীমান্ত অঙ্গরাজ্যের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা অনস্বীকার্য।

kader

ভারত সরকারের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

এর আগে আজ (মঙ্গলবার) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করেন বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালির অংশ গ্রহণকারীরা।

প্রসঙ্গত, আজ (মঙ্গলবার) ঢাকা থেকে রওয়ানা হয়ে যশোর, বেনাপোল হয়ে কলকাতা পৌঁছাবে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালিটি।

জেইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।