ধর্মযাজক হত্যাচেষ্টা : খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মৌন মিছিল


প্রকাশিত: ০২:১৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

খ্রিস্টান ধর্মযাজক ডা. পিয়েরো পারোলারিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ও খ্রিস্টান জনগোষ্ঠীর নিরাপত্তার দাবিতে মৌন মিছিল করে স্মারকলিপি প্রদান করেছে। সোমবার দুপুরে দিনব্যাপী নিজ নিজ খ্রিস্টান প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করে এ মৌন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উত্তরবঙ্গ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনাজপুর শহরে খ্রিস্টান সমাজের পক্ষ থেকে মৌন মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হসিনার কাছে স্মারকলিপি প্রদান করেছে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের পর খ্রিস্টান সমাজের পক্ষে ১৪ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিক ইমাম। এসময় ছিলেন দিনাজপুরের বিশপ, বিশপ সেবাস্টিয়ান টুডু, কসবা ক্যাথলিক চার্চ ফাদার সিলাস কুজুর, পবিত্র ক্রুশ সংঘের ব্রাদার নির্মল গোমেজ, ব্যাপ্টিস্ট চার্চ সংঘের রেভা. রেমন্ড রাজেন বৈরাগী, সেভের ডে এডভেনটিস্ট চার্চের রেভা. রেসনিক বিশ্বাস, চার্চ অব নাজরীন এর রেভা. তাপস মণ্ডল, সিস্টারস অব চ্যারিটির সিস্টার খ্রিস্টানা দেশাই, শান্তিরাণী সিস্টারসের সিস্টার বীনা রোজারিও, বীর মুক্তিযোদ্ধা রবার্ট আর, এন, দাশ, বীর মুক্তিযোদ্ধা এন্টনি এন.এন. দাশ, যোগেন জুলিয়ান বেসরা, স্বপন রোজারিও, বিজয় তপ্ন, উজ্জ্বল এক্কা প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দিনাজপুর শহরের বিআরটিসি বাস ডিপোর সামনের সড়কে রোমান ক্যাথলিক চার্চের ধর্মযাজক সেন্ট ভিনসেন্ট হাসপাতালের চিকিৎসক ফাদার ডা. পিয়েরো পারোলারিকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। তিনি প্রায় ৩০ বছর ধরে রাজশাহী ও দিনাজপুরে আত্মমানবতার চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।

পেশায় চিকিৎসক হলেও তিনি একজন ধর্মযাজক। প্রতিদিনের মত ওই দিন বুধবার সকাল পৌনে আটটার দিকে বাইসাইকেলযোগে তিনি পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে পথিমধ্যে মির্জাপুর এলাকায় বাস ডিপোর কাছে দুর্বৃত্তদের দ্বারা গুলিতে আহত হন।  

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।