ডিসেম্বরেই ব্যান্ড সংগীতের উৎসব
দ্বিতীয়বারের মতো দেশীয় ব্যান্ড নিয়ে শুরু হতে যাচ্ছে ব্যান্ড গানের উৎসেবর। ডিসেম্বরের প্রথমদিন থেকেই চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘পার্কি বিস্কুট-চ্যানেল আই ব্যান্ড ফেষ্ট ২০১৫’।
দিনব্যাপী অনুষ্ঠিতব্য এবারের ব্যান্ড ফেষ্ট-এ অংশ নেবে বাংলাদেশের ১৩টি ব্যান্ড। উদ্বোধন হবে এদিন সকাল ১১টা ৫ মিনিটে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
পুরো উৎসব উপস্থাপনা করবেন অপু মাহফুজ এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা।
এ উপলক্ষে রবিবার ২৯ নভেম্বর দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উৎসবের বিস্তারিত তুলে ধরেন- চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ ব্যান্ডের ওমর খালেদ রুমী, কোয়ান্টাম কর্পোরেশন লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জাকিরুল আলম, এডিসন গ্রুপের ডেপুটি ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স মেজর (অব.) আবদুল মালেক মিয়াজী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বাপ্পা মজুমদার, বিপ্লব, হাসান, কনক, টনিসহ সকল ব্যান্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এবারের ব্যান্ড ফেষ্ট-এ অংশ নিচ্ছে- উচ্চারণ, অবসকিওর, প্রমিথিউস, আর্ক, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, তীরন্দাজ, ব্ল্যাক, জলের গান, বাংলাদেশ, দ্য ব্রাদার হুড প্রজেক্ট, পিপিলিকা, মেট্রিক্যাল এবং এলআরবি।
এলএ