কিশোরগঞ্জ যাচ্ছেন খালেদা


প্রকাশিত: ০৪:২১ এএম, ১২ নভেম্বর ২০১৪

নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে দেশব্যাপী ধারাবাহিক সফরের অংশ হিসেবে বুধবার কিশোরগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার গুলশানের বাসভবন থেকে রওনা হবেন।

বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন সকালে নিজ বাসভবন থেকে রওনা হয়ে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে কাঁচপুর ব্রিজ হয়ে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন।

তিনি আরো জানান, বিএনপি প্রধানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে সেখানকার দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তারা খালেদা জিয়াকে বরণ করে নিতে উন্মুখ হয়ে আছেন। ওই জনসভা ঐতিহাসিক জনসভায় রূপ নেবে বলে মনে করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন কিশোরগঞ্জে পৌঁছে জেলা সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এরপর বিকেল ৪টার দিকে জেলার গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থানীয় ২০ দল আয়োজিত জনসভায় উপস্থিত হবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।   

এর আগে দেশব্যাপী ধারাবাহিক জনসম্পৃক্ত কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী ও নাটোরে জনসভা করেন তিনি। আগামী ২৯ নভেম্বর কুমিল্লায় একটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।