সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ৩০ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল এলাকায় র‌্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে মনির বাহিনীর প্রধান বনদস্যু মনির (৩৫) ও তার অপর সহযোগী নুর মোহাম্মদ ভোলা (৪০) নিহত হয়েছেন। এ সময় বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক লে. কর্নেল ফরিদ বলেন, সোমবার সকালে  সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আড়বাড়িয়া খাল এলাকায় বনদস্যু মনির তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব সদস্যরা সেখানে অভিযান চালায়। বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে দস্যুরা গুলি ছোড়া বন্ধ করে পিছু হটে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে বনদস্যুদের ব্যবহৃত দেশি-বিদেশি ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৩শ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৫টি একনলা বন্ধুক, ৭টি  বন্দুক, ৪টি কাটা রাইফেল,১ টি দোনালা বন্দুক, ১টি টুটুরোর রাইফেল ও ৫টি ওয়ান শুটার গান ও ৩শ রাউন্ড গুলি।

নিহত বনদস্যু মনির ও তার সহযোগী নুর মোহাম্মদ ভোলা (৪০) দীর্ঘ দিন ধরে সুন্দরবন উপকূলে দস্যুতা করে আসছিল। নিহত বনদস্যু ও উদ্ধারকৃত  আগ্নেয়াস্ত্র মংলা থানায় সোপর্দ করা হবে বলেও র‌্যাব জানায়।

শওকত আলী বাবু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।