ওবায়দুল কাদেরের নামে ২০১টি ফেসবুক আইডি!

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ০১ মে ২০২১
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভেরিফাইড আইডি রয়েছে। তবে এটি ছাড়াও তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিকমাধ্যমে আরও ২০১টি ভুয়া আইডি রয়েছে। কে বা কারা এগুলো চালাচ্ছেন তা জানেন না মন্ত্রী।

শনিবার (১ মে) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে নিজেই সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার নামে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়। প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি, সেটি ভেরিফাইড ফেসবুক আইডি।’

ওবায়দুল কাদের তার ভেরিফাইড আইডি ছাড়া অন্য সকল ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।

এসইউজে/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।