রিজভীর স্ত্রী সুস্থ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে গত মঙ্গলবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুব মনসুরের অধীনে তার চিকিৎসা চলে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হওয়ায় শনিবার সকালে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।
উল্লেখ, তার স্বামী রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়লে তিনি দিনরাত সেবা দিয়ে যাচ্ছিলেন। স্বামীর সঙ্গে হাসপাতালে থাকাকালে গত মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
চিকিৎসকের বরাত দিয়ে তুষার বলেন, তার অক্সিজেন স্যাচুরেশন এখন ভালো। ফলে বাড়তি অক্সিজেন লাগছে না। তার ফুসফুসের ইনফেকশনও ভালোর দিকে। তাছাড়া তার শারীরিক অন্য কোন সমস্যা নেই।
কেএইচ/জেএইচ/এমএস