ফখরুলের জামিন স্থগিত সংক্রান্ত শুনানি সোমবার


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

নাশতকার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিল আবেদন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত।

সেমাবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদেস্যর আপিল বিভাগে মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুননির জন্য সুপ্রিমকোর্টের কার্য তালিকায় রয়েছে।

এর আগে ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের করা ওই আবেদন শুনানি করে চেম্বার বিচারপতির আদালত কোন আদেশ না দিয়ে সোমবার ৩০ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। ওই দিন আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

অপরদিকে, মির্জা ফখরুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সগীর হোসেন লিয়ন।

এর আগে গত ২৪ নভেম্বর রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

নাশকতার উস্কানি ও পরিকল্পনা অনুযায়ী পল্টন ও মতিঝিল এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় গত ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে ওই দুই থানা পুলিশ। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করেছিল পুলিশ।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।