বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করার অঙ্গীকার


প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

যশোরে বাংলাদেশ ও ভারতের জেলা প্রশাসক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উভয় দেশের কর্মকর্তারা বেশ কিছু বিষয়ে এক সঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন।

দুই দেশের মধ্যে বন্দি বিনিময়, যৌথ সীমান্ত জরিপসহ বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনার পর উভয়পক্ষই একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। সম্মেলনে সীমান্তের ইছামতি ও কালিন্দী নদীর সীমানা চিহ্নিতকরণ, নষ্ট ও হারানো পিলার পুনঃস্থাপনের বিষয়েও সিদ্ধান্ত হয়।

খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের উপস্থিতিতে সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। সম্মেলনে ভারতের পক্ষে অংশগ্রহণ করেন ভারতের উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক কালেক্টর মন্মিত নন্দা ও পুলিশ সুপার তন্ময় রায় চৌধুরী।

বাংলাদেশের পক্ষে যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল হাসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন এবং ঝিনাইদহের জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার ও পুলিশ সুপার আলতাফ হোসেন সম্মেলনে অংশ নেন।

সম্মেলন শেষে বিকেল ৪টায় যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। যৌথ ব্রিফিংয়ে যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক কালেক্টর মন্মিত নন্দা জানান, আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বৃদ্ধি করার ক্ষেত্রে বাধাসমূহ দূর করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা। এছাড়া সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং মানবপাচার বন্ধে দুই দেশের কর্মকর্তারা যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে গত বছর ভারতের পশ্চিমবঙ্গে প্রথম বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক-জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। রোববারের বৈঠকে ভারতে অনুষ্ঠিত সীমান্ত বৈঠকের গৃহিত সিদ্ধান্তসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।    

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।