দলীয়ভাবে নির্বাচনের সুযোগ দেয়া হোক : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যেহেতু স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হতে যাচ্ছে তাই দলীয় নির্বাচন আসলে নির্দলীয়ভাবে হতে পারে না। তিনি প্রশ্ন করে বলেন, আমরা জাতীয় সংসদ সদস্য কারা? দলীয়ভাবেই যাতে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারি সেটা আমরা নির্বাচন কমিশনকে জানাবো। দলীয় নির্বাচন যেন দলীয়ভাবেই করা যায় সেই সুযোগটা দেয়া হোক।
হানিফ আরও বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচন আগানো বা পেছানোর বা নির্বাচন সংক্রান্ত কোনো দাবি করলে সেটা নির্বাচন কমিশন ভাববে রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের ভাবনার বিষয় নয়।
শনিবার দুপুরে কুষ্টিয়া মহাশ্মশানে সনাতন ধর্মালম্বীদের বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগদেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্থানীয় নির্বাচন জোটগতভাবে করার ব্যাপারে হানিফ বলেন, স্থানীয় নির্বাচন জোটগতভাবে করার কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় নির্বাচনটা দলীয়ভাবেই করার সিদ্ধান্ত হয়েছে।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/বিএ