লালমনিরহাটে রাস্তা কাটা নিয়ে সংঘর্ষ


প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলাচলের রাস্তা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পশ্চিম সারডুবী গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের আব্দুর রহমানের সঙ্গে দীর্ঘ ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আব্দুর রহমানের বাড়ি সামনে চলাচলের একমাত্র রাস্তাটি কেটে ফেলতে শুরু করে অপরপক্ষ শফিকুল ও তার লোকজন। এ সময় রাস্তা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত আব্দুর রহমান (৪০), শাহারা বেগম (৩৫), শাহিনুর (২৪), সাঈদ (২২), আল আমিন (১৭),শফিকুল ইসলাম (৪০), মমতা বেগম (৩৫), সুমি (১৮), শাহানাজ (১৫), বানু বেগম (৪০) হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাঈদের (২২) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জাগো নিউজকে জানান, থানার উপ-পরিদর্শক আনিছুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

রবিউল হাসান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।