মালিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর জঙ্গি হামলা


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

মালির উত্তরাঞ্চল কিদালে জাতিসংঘের ঘাঁটিতে শনিবার রকেট হামলা চালিয়েছে জঙ্গিরা। যাতে জাতিসংঘের দু’জন শান্তিরক্ষী এবং একজন বেসামরিক কন্ট্রাক্টর প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের একজন মুখপাত্র বলেন, আজ (শনিবার) ভোরের ঐ আক্রমণে অন্তত আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

তবে এই আক্রমণের জন্য কারা দায়ী সে সম্পর্কে কিছুই জানা যায়নি। গত সপ্তাহে বামাকোর একটি বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলায় ১৯ জন প্রাণ হারায়।

পশ্চিম আফ্রিকার দুটি জঙ্গিবাদী গোষ্ঠী, আল কায়দা ইন দ্য ইসলামিক মাগরেব এবং তার সম্পৃক্ত সংগঠন আল মুরাবিতোঁ , র্যাডিসন ব্লু হোটেলে ২০ নভেম্বরের ঐ হামলার দায় যৌথভাবে স্বীকার করে।

মালিতে বিশেষ বাহিনী ঐ হোটেল হামলার সঙ্গে জড়িত দু জনকে গ্রেফতার করে।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।