জাপার মেয়র প্রার্থী মনোনয়ন দেবেন এরশাদ
পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মনোনয়নের ক্ষমতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর নিজের কাছে রেখেছেন। শনিবার নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে নিজেকেই পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত বলে জানান তিনি।
চিঠিটি ইসির উপসচিব মো. সামসুল আলমের কাছে পৌঁছে দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু। তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি ২৩৬ পৌরসভাতেই লাঙল প্রতীকে প্রার্থী দেবে। এসময় দলটির অন্য দু’জন নেতাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নতুন আইন অনুযায়ী মেয়র পদের প্রার্থীকে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। তবে কাউন্সিলর পদে নির্বাচন হবে আগের মতো নির্দলীয়ভাবে। রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক অথবা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যায়নপত্র থাকতে হবে।
এইচএস/এসএইচএস/আরআইপি